রাজ্য সরকার ক্রমশ চা শিল্পকে শেষ করে দিতে চাইছে বাগডোগরাতে এসে এমনটাই বললেন রাজু বিস্তা
নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকার চায়না চা শিল্প এগিয়ে যাক। তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে চলেছে চা শ্রমিকদের। এইভাবে কোন শিল্পের উন্নয়ন হয় না। বাগডোগরা এয়ারপোর্টে এসে এই কথাই জানালেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তা। এদিন তিনি জানান আগে বামফ্রন্ট বর্তমানে তৃণমূল এসে চা শ্রমিকদের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পূর্ণ নষ্ট করে দিতে চাইছে। চা শ্রমিকেরা ক্রমশ হতাশ হয়ে পড়েছে, তৃণমূল সরকার ওদের দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়ে চলেছে। এই কারণে ওরা হতাশ হয়ে , অন্য কাজে নেমে পড়ছে। রাজু বিস্তা এদিন আরো জানান আমাদের বিজেপি সরকার চায়, চা শ্রমিকেরা ভালোভাবে থাকুক। কিন্তু কেউ এটা হতে দিচ্ছে না, এটা খুব দুঃখজনক। বিজেপি আগামী বছর জিতে ক্ষমতায় আসবে, আর তখনই চা শ্রমিকদের উন্নয়ন হবে জানালেন রাজু বিস্তা।
