যাদবপুরে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সহ অধ্যাপক ও অধ্যাপিকাদের উপর বাম ও অতিবামদের বর্বর আক্রমণের বিরুদ্ধে এক বিশাল ধিক্কার মিছিল নামলো শিলিগুড়ির রাজপথে
শিলিগুড়ি: WBTPA ও WBTSMS এর পক্ষথেকে মাননীয় শিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু ও সহ অধ্যাপক ও অধ্যাপিকাদের উপর বাম ও অতিবামদের মধ্যযুগীয় বর্বর আক্রমণের বিরুদ্ধে এক বিশাল ধিক্কার মিছিল নামলো শিলিগুড়ির রাজপথে। এদিন শিলিগুড়ির রাজপথে বিশাল ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন ডেপুটি মেয়র। ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নেতৃত্বে এদিন এই বিশাল ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরাও।
