হলো না কোনো রকম পরিবর্তন, দার্জিলিং জেলা তৃণমূলের নেতৃত্ব অটুটই থাকলো ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : কানাগুশোতে অনেক কথা শোনা যাচ্ছিল, তবে সেরকম কোনো কথা হলো না, একই থাকলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি পাপিয়া ঘোষ কে নিয়ে অনেক কথা তৈরি হয়েছিল, কিন্তু তার কোন পরিবর্তন হলো না। এদিকে ঘনিষ্ঠ মহল থেকে এও জানা গেছে, জেলা সভাপতি শিলিগুড়ি পুরসভা কে জিতিয়েছেন, মহাকুমা পরিষদ এনে দিয়েছেন যদিও লোকসভা ভোটে দলকে জেতাতে পারেননি, তবুও তার কৃতিত্ব একেবারেই অস্বীকার করার মতো নয়। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে তিনি চলতে চেয়েছেন।

তিনি আরো জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তিনি চলতে চান। সবার সাথে মিলেমিশে তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন। সে খবরও আছে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় ও এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাই আপাতত জেলা সভাপতি কে নির্দেশ দিয়েছেন তারা। জেলা সভাপতির সকলের সাথে সুসম্পর্ক নজরে এড়িয়ে যায়নি শীর্ষ নেতৃত্বের। তাই আপাতত পাপিয়া ঘোষকে সামনে রেখে এগিয়ে চলছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক মহলেও জেলা সভাপতি সবার সাথে সুসম্পর্ক রেখে চলেন। সব মিলিয়ে কানাঘুষা অনেক কথা শোনা গেলেও জেলা সভাপতি পাপিয়া ঘোষই থাকছেন। বিধানসভা নির্বাচনের আগে যার কোনো পরিবর্তন করতে চায়না শীর্ষ নেতৃত্ব, এই বার্তাই পৌঁছে গেল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা এবং কর্মীদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *