এবার খোদ গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগ গ্যাসের ডেলিভারি বয়দের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : এবারে একেবারে উল্টো পুরাণ। শিলিগুড়িতে এবারে গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগ জানালো ডেলিভারি বয়রা। তারা জানিয়েছে একটি আবাসনে দু তিনটে গ্রাহক থাকায় সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তারা এও জানিয়েছেন সব গ্রাহক যে খারাপ হয় তা না, কোন কোন গ্রাহক ঘরে বসিয়ে জল খাইয়ে বাড়তি টাকাও তুলে দেন তাদের হাতে। আবার কোন কোন গ্রাহক তাদের থেকেই গ্যাস নিয়ে তাদের কোনো মতে বিদায় করে দেন।

তারা আরো জানান এই ব্যাপারে যেমন একদিকে স্থানীয় গ্যাস কোম্পানিগুলি চরম উদাসীন, তেমন অপরদিকে কাঁধে করে গ্যাস নিয়ে যখন তারা একটার পর একটা বাড়িতে পৌঁছে দেন সিঁড়ির পর সিঁড়ি ভেঙ্গে, তখন তাদের দিকে উদারতা দৃষ্টি দিয়ে তাকান না কেউই। এদিকে অনেক আবাসনেই আছে এরকম যে লিফটে করে গ্যাস নিয়ে যেতে দেয় না। কাঁধে করে গ্যাস নিয়ে উপরে ওঠা যে প্রচন্ড কষ্টকর সেটা তারা তাদের কোম্পানিগুলিকে জানিয়েছিলেন কিন্তু এরপরেও এর কোন সমাধান হয়নি। অন্যদিকে গ্রাহকেরাও কিছুই বলেন না। তাই গ্যাসের ডেলিভারি বয়রা জানিয়েছেন তাদের অবস্থার দিকে একবার তাকাক কোম্পানিগুলি। কারণ তিন তালা চারতালা উঠে গ্যাস নামিয়ে দিয়ে যাওয়া প্রচন্ড কষ্টকর তাদের পক্ষে। অন্যদিকে কোম্পানিগুলো এই নিয়ে কোন মন্তব্য করতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *