বাংলাদেশের নাগরিক হয়েও দিব্যি রেশন তোলেন ভারতে! এক আজব কাণ্ড সামনে এলো জলঙ্গিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভূতুড়ে ভোটার খুঁজতে উঠেপড়ে লেগেছে শাসক দল। লোকসভায় সরব হয়েছে তৃণমূল, পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনেও। মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে নথি দেখিয়ে বলেছেন, একই এপিক নম্বরের ভোটার রয়েছে দুই ভিন্ন রাজ্যে। বাংলায় এমন ভোটারের হদিশও মিলেছে অনেক। এমনকী ভোটার তালিকায় মৃত ভোটারের নামও এখন অস্বাভাবিক কিছু নয়। তবে এবার একেবারে বিস্ফোরক অভিযোগ। একই ব্যক্তি দুই দেশের নাগরিক! দুই দেশের ভোটার কার্ডও আছে তাঁর কাছে!

মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া এলাকার ঘটনা। বুলবুল আহমেদ বকুল নামে ওই ব্যক্তির ভোটার কার্ড আছে দুই দেশেই! এমনই অভিযোগ সামনে এসেছে। ভারত ও বাংলাদেশ, একইসঙ্গে দুই দেশে নাগরিকত্ব থাকার কথা স্বীকার করে নিয়েছেন তাঁর বাবাও। বর্তমানে বাংলাদেশের ঢাকায় বসবাস করছেন বকুল। কিন্তু ভারতের প্যান কার্ড, রেশন কার্ড, খাদ্য সুরক্ষার কার্ডও রয়েছে তাঁর কাছে। এমনকী তাঁর কার্ডে নিয়মিত রেশন তোলা হয় বলেও অভিযোগ। তাঁর পরিবার জানাচ্ছে, গত ২০১৯ সালে লোকসভা ভোট দিয়ে গিয়েছেন ওই ব্যক্তি।

২০২০ সালে বুলবুল আহমেদ বকুলের নামে তাঁর বাবা জমি পর্যন্ত রেজিষ্ট্রি করে দিয়েছেন। তাঁর বাবাকে প্রশ্ন করা হলে, তিনি জানান, বাংলাদেশে বিয়ে হয়েছে বকুলের। সেখানেই থাকেন তিনি। তবে এই দেশেরও পরিচয় পত্র রয়েছে তাঁর কাছে। কীভাবে এটা সম্ভব হল, তা স্পষ্ট নয়। এদিকে জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক এই প্রসঙ্গে বলেন, “হয়ত এখানকার ভোটার লিস্ট থেকে নামটা কাটানো হয়নি। এমন অনেক ভুল আছে।” বিধায়কের আরো দাবি, নামটা যে কাটতে হয়, সেই সচেতনতাও সবার মধ্যে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *