বরফের চাদরে ঢাকা ছাঙ্গু , পর্যটকদের ফিরে যাবার নির্দেশ সিকিম প্রশাসনের তরফে
নিজস্ব সংবাদদাতা : বরফের ঢেকে গেছে ছাঙ্গু , পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ সিকিম প্রশাসনের। বরফের ঢেকে গেছে ছাঙ্গু , ফিরে যাওয়ার নির্দেশ সিকিম প্রশাসনের। গত তিন দিন ধরে তুষারপাতের সাথে হালকা বৃষ্টি, অনেকটাই তাপমাত্রা কমিয়ে দিয়েছে সিকিমের। মার্চ মাসের মাঝামাঝি এসে এই ধরনের আবহাওয়া চিন্তাই করতে পারেন না মানুষ। বহু পর্যটক এদিন সিকিমে ঢুকতে গিয়ে ফিরে গেছেন।

এদিকে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা সিকিম আসবেন না। পরিস্থিতি আরো বেশি খারাপ হয়েছে উত্তর সিকিমে, আর এখানে পর্যটকরা সবচাইতে বেশি আসেন। সিকিমের আবহাওয়া এবং সিকিমের জলবায়ুর প্রচন্ড পরিমানে পরিবর্তন হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যারা যারা সিকিম ভ্রমণ করতে এসেছেন অনেকেই আটকে পড়ে গেছেন হোটেলে, পর্যটকরা সকালে উঠেই বুঝতে পারেন সিকিমে তুষারপাত হচ্ছে তাই হোটেল থেকে নেমে আর বেশি দূর বের হতে পারেননি তারা। আবহাওয়াবিদরা জানিয়েছেন আরো কয়েকদিন এই ধরনের আবহাওয়া থাকবে সিকিমের বিভিন্ন এলাকা জুড়ে। ততদিন পর্যন্ত পর্যটকদের সিকিমে ঢুকতে বারণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।