এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হেডিংয়ও লিখতে হবে বাংলা ভাষায় জানালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : এবার থেকে শিলিগুড়িতে বেসরকারি হেডিংয়েও বাংলা ভাষায় লিখতে হবে। মেয়র গৌতম দেব এই কথা জানিয়ে জানালেন এটা বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভিন্ন অবাঙালী প্রতিষ্ঠান হিন্দি এবং ইংরেজিতে লিখে রাখে তাদের হেডিং। অথচ তারা বাংলায় থাকছে এবং বাংলায় খাওয়া-দাওয়া করতে বসবাস করছে। কাজেই এবার তাদের ক্ষেত্রে বাংলায় হেডিং লেখা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। যদি হেডিং বাংলায় লেখা না হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন। বাংলা ভাষাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে বাইরে থেকে আসা বহিরাগত ব্যবসায়ীদেরকে।
