এবার ছুটে আসছে কলকাতা , ” নেতাজি কেবিন ” কে নিয়ে লিখতে আগ্রহ দেখাচ্ছে কলকাতার বিখ্যাত বিখ্যাত সংবাদ মাধ্যম গুলিও
শিলিগুড়ি : এতদিন শুধুমাত্র তারিফ এবং পুরস্কার এসেছিল। এবার বাইরে থেকেও আবেদন , কলকাতার বিখ্যাত বিখ্যাত সংবাদ মাধ্যম গুলি এবার আগ্রহ দেখাচ্ছে ” নেতাজি কেবিন ” কে নিয়ে। কলকাতার লোকেদের মুখে অনেক সুনাম শুনে কলকাতার সংবাদ মাধ্যমগুলি বিশেষ আগ্রহ প্রকাশ করছে ” শিলিগুড়ির নেতাজি কেবিন” কে নিয়ে লেখবার জন্য। অনেক সংবাদ মাধ্যম যারা কলকাতা থেকে এসেছে তারা এসে দেখতে আরম্ভ করেছে কিভাবে বানানো হয় চা , এবং কিভাবে বানানো হয় পাউরুটি এবং অমলেট। যা খাবার জন্য একেবারে দূর দুরান্ত থেকে ছুটে আসেন মানুষ। পরিচয় তো ছিল, এবার জনপ্রিয়তা বাড়তে বাড়তে গোটা বাংলায় ছুয়ে গেছে। এত কিছুর পরেও অবিচল প্রণব বাগচী।

তিনি জানান কলকাতা থেকেও বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন নিউজ চ্যানেল আমাকে ফোন করে আমার” নেতাজি কেবিন ” সম্বন্ধে আগ্রহ প্রকাশ করেছে। আমি তাদের আসতে বলেছি। সবাইকেই আমি একটাই কথা বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচার চাই না। মানুষ আমার প্রচার করুক , আমার খাবারের গুণমান দেখে নিয়ে প্রচার করুক। এই যে কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যম আমার” নেতাজি কেবিন ” নিয়ে আগ্রহ প্রকাশ করছে এটা তো মানুষের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। জনপ্রিয় হয়েছে , আরো বাড়বে জনপ্রিয়তা, তবে সেটা হবে মানুষের আশীর্বাদ নিয়েই এমনটাই জানালেন আত্মবিশ্বাসী প্রণবেন্দু বাগচী। তিনি আরো জানান আমি এখনো বলবো ভালো খাওয়ানো আমার লক্ষ্য, আর কিছুই না। বাদ বাকিটা ভগবানের আশীর্বাদ , এমনটাই জানালেন তিনি।