গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ই মূল লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু ‘হল নবজীবন’-এর
বেস্ট কলকাতা নিউজ : গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানার পাশাপাশি খাওয়াদাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগী চুঁচুড়া পুরসভা। জাতীয় নগর জীবিকা মিশন এবং পুরসভার যৌথ উদ্যোগে তৈরি হল ‘নবজীবন’। শহরের গৃহহীন মানুষদের আশ্রয়ের লক্ষে চুঁচুড়ায় তৈরি করা হয়েছে নতুন ভবন। তৈরি হল আশ্রয়হীনদের নতুন ঠিকানা। চুঁচুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার আইসি রামেশ্বর ওঝা, চুঁচুড়ার পুরসভার পুরপ্রধান অমিত রায়, উপ পুরপ্রধান পার্থ সাহা, পুরসদস্য গৌরীকান্ত মুখার্জি, জয়দেব অধিকারী, সমীর সরকার, নির্মল চক্রবর্তী, মৌসুমী সাহা প্রমুখ।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন, ”যাদের মাথার উপরে কোনও ছাদ নেই, ভবঘুরে তাঁদের জন্য এই ভবন। শহরে অনেক গরিব মানুষ আছেন, যাদের থাকার কোনও জায়গা নেই। দৈনিক রাস্তায় বা অন্য কোনও জায়গায় অসহায় অবস্থায় রাত কাটান। কোনও দুর্যোগ এলে তাঁদের ভয়ে থাকতে হয়। সেই সব অসহায় মানুষদের জন্যই এই ভবন তৈরি করা হয়েছে। শুধু থাকাই নয়, এখানে যাঁরা থাকবেন তাঁদের তিনবেলা খাবারের ব্যবস্থাও করা হবে।