আসছে সিংহ , এবার অন্যরূপে দেখা যাবে বেঙ্গল সাফারিকে, শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে জানালেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে এলেন বনমন্ত্রী বীরবহা হাঁসদা। বেঙ্গল সাফারিতে শুরু হতে চলেছে সিংহ সাফারি। শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে এক সাংবাদিক বৈঠকে এসে এই কথাই জানালেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীর বাহা হাসদা। এদিন তিনি জানান উত্তরবঙ্গে বেঙ্গল সাফারি দেখতে বহিরাগত মানুষ আসছেন। দিনের পর দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে বেঙ্গল সাফারির। এবার সিংহ আনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তিনি জানান খুব তাড়াতাড়ি শিলিগুড়ির বেঙ্গল সাফারি তে শুরু হয়ে যাবে সিংহ সাফারি। এই সিংহ সাফারি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং পর্যটকেরা আনন্দ পাবে সিংহ সাফারিতে এসে।

এদিন তিনি আরো জানান রাজ্য সরকারের এই বেঙ্গল সাফারিকে নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা আছে। খুব দ্রুত এই পরিকল্পনাগুলির বাস্তবায়ন হবে। বীর বাহা হাঁসদা আরো বলেন শুধু শিলিগুড়ি নয় গোটা পশ্চিমবঙ্গে বাঘ এবং সিংহ কে নিয়ে একটা আলাদা পরিকল্পনা আছে। বর্তমানে বাঘ এবং সিংহের জনপ্রিয়তা প্রচুর , মানুষ পছন্দ করেন এখানে আসতে। তাই সিংহ সাফারি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বনদপ্তর। তার আগে অবশ্য বেঙ্গল সাফারির পরি কাঠামোকে পরিবর্তন করতে হবে বলেও এদিন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *