দার্জিলিং জেলায় বাড়ছে ভুতুড়ে ভোটারের সংখ্যা, কিছুটা হলেও উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব
দার্জিলিং : জলপাইগুড়িতে ভুতুড়ে ভোটারের সংখ্যা, বেড়েছে অনেকটা। প্রথমে ১৫০০ শোনা গেল পরে সেটা বেড়ে দাঁড়িয়েছে চার হাজারের উপরে। এত ভুতুড়ে ভোটার কোথার থেকে আসলো সেটাই ভেবে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটার লিস্ট চেক করছেন। আর এই চেক করতে গিয়ে তাদের চোখ কপালে উঠে যাচ্ছে। একজনের একধিক জায়গায় নাম, কিভাবে এই নামগুলো উঠলো বলতেই পারছেন না তারা। তবে শুধুমাত্র শিলিগুড়িতে কিছুটা হলেও কম, কিন্তু বাদ বাকি জেলা গুলিতে শেষ পর্যন্ত হিসাব না পাওয়া গেলেও সংখ্যাটা খুব একটা কম নয়, আর সেটাই ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে।

এদিকে জায়গায় জায়গায় জেলা সভাপতিরা নিজের দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে চেক করছেন ভোটার লিস্ট। আর চেক করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাদের। ভুতুরে ভোটার এবং তার পরিসংখ্যান দেখে অনেকেই ভাবছেন ভাগ্যিস মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, তা না হলে এইসব মানুষগুলো দু’জায়গায় ভোট দিত তাই তৃণমূল কংগ্রেসের উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা ভালোভাবেই থেকে যাচ্ছে।