জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে মাথায় হাত বেশি টাকা রিটার্নের আশায়, অবশেষে বিনিয়োগকারীর মুখে হাসি ফেরাল পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : অনলাইনে বিনিয়োগ করেই মাথায় হাত পড়েছিল এক ব্যক্তি। অনলাইনে সেই প্রতারণার তদন্তে নেমে অবশেষে ২ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার করল বারুইপুর জেলা পুলিশের সাইবার সেল। গুজরাটের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। এদিকে টাকা ফেরত পেয়ে খুশি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুণ্ডু ৷ জানা গেছে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার কুণ্ডু। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান। ভাল রিটার্নের আশায় ধাপে ধাপে তাঁর জমানো টাকা বিনিয়োগ করেন। তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন, তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন।

সঙ্গে সঙ্গেই তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় গত ৩১ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ব্যাঙ্কে ৫৬ লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ। পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে, সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাটে একটি প্রতারণা চক্রের হদিস পান তদন্তকারীরা। এই প্রতারণাচক্রের কিংপিনেরো হদিস পান তারা । যিনি আপাতত একটি সাইবারক্রাইম প্রতারণার মামলায় পুনে পুলিশের হেফাজতে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ও তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে ৷ ভুলভাল জায়গায় বিনিয়োগ করা উচিত নয়। তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে বিনিয়োগ করলে প্রতারিত হওয়ার সম্ভবনা থাকে ৷ এছাড়া ডিজিটাল অ্যারেস্ট নিয়েও তিনি সবাইকে সচেতন করেন ৷