শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি পালনে ৩০ নং ওয়ার্ডে এলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি পালনে এদিন ৩০ নং ওয়ার্ডে এলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে ঢুকে বাসিন্দাদের সাথে কথা বলেন। মেয়র কে দেখে বাসিন্দারা এদিন প্রবল উৎসাহিত হয়ে যায়। নিজেদের সমস্যাগুলোর কথাও বলেন মেয়রকে। মেয়র এদিন তাদের সব শোনেন এবং আশ্বাস দেন তিনি সবকিছু দেখে নেবেন। এদিকে ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সবচাইতে আরোও বেশি অভিযোগ জঞ্জাল নিয়ে। এছাড়া অবৈধ পার্কিং তো আছেই। মেয়র এদিন আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সমস্যাগুলো শুনছি , একবারে তো সব সমস্যার সমাধান হতে পারে না। যার যা সমস্যা আছে , আমাকে জানাবেন এবং আমি গুরুত্ব বুঝে নিয়ে একে একে সমাধান করতে চেষ্টা করব। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং অন্যান্য কর্মীরাও।
