অবশেষে অনুদান নয়ছয়ের মামলা খারিজ আদালতের, জুনিয়র ডাক্তাররা ফুঁসে উঠলেন ‘প্যাঁচে’ ফেলার চেষ্টা প্রসঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : আরজি কর আন্দোলনের সময় জুনিয়র ডাক্তারদের সংগঠনে জমা পড়েছিল কয়েক কোটি টাকা অনুদান। সেই অনুদান নয়ছয়ের অভিযোগ ওঠে। এই নিয়ে আদালতে মামলাও হয়। জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে তহবিল নয়ছয়ের সেই মামলা খারিজ করে দিল বিধাননগর মহকুমা আদালত। মামলা খারিজ হওয়ার পরই জুনিয়র ডাক্তারদের বক্তব্য, আন্দোলনকে কালিমালিপ্ত করা এবং গণআন্দোলনের কণ্ঠরোধ করাই এই মামলার উদ্দেশ্য ছিল। তাঁরা যে স্বচ্ছভাবে অনুদানের হিসাব দিয়েছেন, সেকথাও জানান জুনিয়র ডাক্তাররা। উল্লেখ্য গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধারের পর রাস্তায় নামেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষের পাশাপাশি আন্দোলন শুরু করেন তাঁরা। সেইসময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস(WBJDF) গঠন হয়। সেই সংগঠনে কয়েক কোটি টাকা জমা পড়ে।

সেই অনুদান নিয়ে শাসকদলের অনেকই প্রশ্ন তুলতে শুরু করেন। অনুদান নয়ছয়ের অভিযোগ তুলে বিধাননগর মহকুমা আদালতে মামলা করেন রাজু ঘোষ নামে এক ব্যক্তি। তাঁর দাবি, তিনি আরজি কর আন্দোলনকে সমর্থন করে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। সেই টাকার রসিদ দেওয়া হয়নি। অনুদানের টাকা অন্য কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর সেই মামলাই খারিজ করলো বিধাননগর মহকুমা আদালত। আদালতের এই রায়ের পর জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, “যাঁরা ভেবেছিলেন এ ধরনের মামলায় আমরা প্যাঁচে পড়েছি, আসলে তাঁরা পক্ষপাতদুষ্ট। নিজেরা ক্ষুদ্র স্বার্থ দ্বারা চালিত হয়ে কখনও অন্যের হয়ে পথে নামেননি।