শিলিগুড়িতে অনলাইন গেম এর ভয়াবহ নেশায় প্রাণ হারালেন এক তরতাজা তরুণ
শিলিগুড়ি : অনলাইন গেম এর নেশা একেবারেই সর্বনাশা। এই গেম যে কত মানুষের কত ক্ষতি করে দেয় তার কোন ইয়াত্তা নেই । কত বাবা মাকে তার সন্তানের কত ক্ষতির স্বীকার হতে হয় তা একমাত্র তারাই জানেন। এইরকমই এক চরম মর্মান্তিক ঘটনা ঘটে গেলো শিলিগুড়ি চানপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার এক তরুণ যুবক বেশকিছুদিন ধরে অনলাইন গেমের আসক্ত হয়ে পড়েছিল। অনলাইন গেম এর জন্য চাই প্রচুর টাকা। তাই সে প্রথমে বাবাকে বলেছিল । বাবা বকাবকি করায় সে চুপ করে গিয়েছিল।এরপর বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সেই টাকায় অনলাইন গেম খেলতো ওই তরুণ। অবশেষে এদিন নিজের ঘর থেকেই ওই তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে শেষমেশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
