শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড পরিদর্শনে এলেন জেলা সভাপতি, এলাকায় ঘুরে ঘুরে কথাও বললেন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে
শিলিগুড়ি :৩৩ নম্বর ওয়ার্ড পরিদর্শনে এলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এমনকি এদিন ৩৩ নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে দেখলেন তিনি । এদিন সন্ধ্যায় শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে বেশ কিছুক্ষন কথাও বললেন তিনি । জেলা সভাপতি এদিন জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে , তাই মানুষের কাছে এবং মানুষের পাশে সর্বদা থাকতে চেষ্টা করছি। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে চলেন। তারা আমাদের বিশ্বাস করে মানে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, আমাদের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে ভোটের জয়ী করে। তাদের প্রতি আমাদের আলাদা দায়িত্ব এবং কর্তব্য আছে।

তিনি এও বলেন আজকে কিছু বাসিন্দাদের সাথে আলাদা আলাদা ভাবে তাদের সমস্যা নিয়ে আমি কথা বললাম। সাধারণ মানুষের সমস্যা, বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে আসে। কথা দিয়ে আসলাম যে আমরা , মানে তৃণমূল কংগ্রেস ওদের পাশে এবং ওদের কাছে থাকবো। এটা মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন , আমাদের প্রত্যেকের উচিত সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা। এদিন সন্ধ্যায় জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কর্মীরাও।