এবারে ৬৫ বছরে পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, আয়োজন করা হল নানান অনুষ্ঠানের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : নানান স্মৃতি বিজড়িত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। শুরু থেকে আজ পর্যন্ত নানা স্মৃতি নিয়ে চলেছে এই পরিবহনসংস্থা। এবারে তার ৬৫ বছর পূর্তি হল । এই উপলক্ষে নানান আয়োজন করা হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে। মূলত উত্তরবঙ্গের যেসব সরকারি বাস স্ট্যান্ড গুলি আছে তাদের সবাইকে নিয়েই একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকতে চলেছে পরিবহন সংস্থার সব অফিসার এবং কর্মীরা। প্রসঙ্গত, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যথেষ্ট সুনামের সাথে কাজ করে চলেছে বিগত কয়েক দশক ধরে, তাই এই ৬৫ বছরে তাদের কাজের খতিয়ান তুলে ধরা হবে। বাসগুলি যাতে ঠিকভাবে চলাচল করতে পারে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। আধুনিক করে তোলা হচ্ছে সবকিছু। তবে সবার আগে দেখা হচ্ছে যাত্রীদের সুরক্ষার বিষয়টি। তারা যাতে বাস ধরতে এসে কোন সমস্যার মধ্যে না পড়েন সেটা দেখছে বিভিন্ন সংস্থার কর্মীরা। আগামী কয়েক বছরের মধ্যেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অন্যতম সেরা হতে চলেছে। জানালেন এক কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *