যুবকের দেহ উদ্ধার, সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর কলকাতায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সাতসকালে চাঞ্চল্যকর কান্ড। মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে ওই ওভারব্রিজ থেকে এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

মৃত যুবকের নাম সঞ্জয় মিত্র বলে জানা গিয়েছে। বয়স আনুমানিক ৩৫। উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুট ওভারব্রিজের লোহার কাঠামো থেকে ঝুলছিল ওই যুবকের দেহ। গলায় বাঁধা ছিল নাইলনের দড়ি। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বাড়ি উল্টোডাঙায়। পুলিশের তরফে মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ অনেকটা স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। এদিকে, সাতসকালে দেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কী কারণে এই মৃত্যু, আত্মহত্যা না খুন সব খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে,কলকাতার জোড়াসাঁকো থানা এলাকায় মদের আসরে বচসার জেরে কাচের বোতল ভেঙে গলায় ঢুকিয়ে বন্ধুকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, মৃত যুবকের নাম ফইজল ফারহিম। বুধবার রাতে জোড়াসাঁকো থানার মদনমোহন বর্মন স্ট্রিটে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন। সূত্রের খবর, সেখানেই সামান্য কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই যুবক। অভিযোগ, সেই সময় এক বন্ধু ফইজলের মুখে মদের বোতল ঢুকিয়ে দেয়। এরপর ওই বোতলই ভেঙে ফইজলের গলায় ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক। এরপরই অভিযুক্ত ও তার সঙ্গীরা এলাকা ছাড়ে। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *