বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! স্বামী স্ত্রীকে খুন করলেন সন্দেহের বশে , চরম ভয়াবহ ঘটনা খাস কলকাতায়
বেস্ট কলকাতা নিউজ : বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ স্ত্রীকে নৃশংস ভাবে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবা এলাকায়। জানা গিয়েছে, কসবার বাসিন্দা রিনা মন্ডল বয়স(৩৫) এবং স্বামী জনার্দন মন্ডল (৩৭) দুই সন্তান নিয়ে থাকতেন। বাড়িতে বাড়িতে কাজ করে দিন কাটাতেন রিনা। পাশাপাশি, রিকশা চালিয়ে সংসার চালাত জনার্দন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদানিংকালে তারা একসঙ্গে থাকছিলেন না। জনার্দন কসবার একটি গ্যারেজে এবং রিনা দুই সন্তান নিয়ে থাকতেন অন্য জায়গায়। কিন্তু জনার্দন স্ত্রীর সঙ্গে দেখা করতে প্রায়ই তার কাজের জায়গায় যেত। অভিযোগ, কসবার রথতলা এলাকায় রিনা যেখানে কাজ করতেন জনার্দন প্রায়ই সেখানে গিয়ে অত্যাচার চালাত স্ত্রীর ওপর। পুলিশ সূত্রে খবর, বিগত কয়েক মাস ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীর কাজের জায়গায় গিয়ে তাঁর ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাচ্ছিল অভিযুক্ত। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেও স্ত্রীয়ের কাজের জায়গায় গিয়েছিল অভিযুক্ত। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে।
সেই সন্দেহের বশেই বউকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে ওই ব্যক্তি। ঘটনার পর পালানোর চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে স্থানীয় থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অবশেষে পুলিশ জনার্দনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও বাজেয়াপ্ত করা হয়। এদিকে রিনাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশি জেরাতেও অভিযুক্ত স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানিয়েছে। অভিযুক্ত জনার্দনকে হেফাজতে নিয়ে অবশেষে তদন্ত শুরু করে পুলিশ।