কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে এক বিশাল মোমবাতি মিছিল নামলো শহর জলপাইগুড়িতে
জলপাইগুড়ি : কাশ্মীরে বারবার ঘটছে ভয়াবহ সন্ত্রাসবাদী হানা। তারই প্রতিবাদে এবার মোমবাতি মিছিল শুরু করল শহর জলপাইগুড়ির সাধারণ জনগণ। কেন হচ্ছে এই সন্ত্রাসবাদী হামলা ? তাও এই নিরীহ মানুষদের প্রতি। গোটা বিশ্ব যেখানে গর্জে উঠেছে এখানে শহর শিলিগুড়িতে যেভাবে প্রতিবাদ হচ্ছে , জলপাইগুড়িও বা কিছু বাদ যাবে কেন। এদিন তারাও প্রতিবাদ শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে আসছে প্রতিবাদের ঝড় প্রতিবাদের বন্যা। যার মধ্যে বাদ যায়নি সোশ্যাল মিডিয়াও। এবারে তার রেস এসে পড়লো শহর জলপাইগুড়িতেও, এদিন শহর জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ প্রতিবাদ মিছিল শুরু করে। এরমধ্য জলপাইগুড়ি ছাত্র সংগঠনগুলিও প্রতিবাদে নামে ।

এদিকে মহিলারাও বিভিন্নভাবে প্রতিবাদ করতে রাস্তায় নামে। এদিন গোটা জলপাইগুড়ি শহর জুড়ে সন্ধ্যা হলেই শুরু হয় তীব্র প্রতিবাদ। রেস এসে পড়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ার। এবারের সন্ত্রাসবাদী হামলা যেন বদলে দিয়েছে সবকিছুকে, বদলে দিয়েছে মানুষকে। এবার অন্যান্য জায়গার মতো তারই প্রতিবাদ জলপাইগুড়িতেও। প্রিয় মানুষদের কেন হত্যা করা হলো এত নির্বিচারে, তার জবাব দিতে হবে। সব মিলিয়ে এদিন শহর জলপাইগুড়ি যেন রূপ নিলো এক প্রতিবাদী শহরের।