১৩লক্ষ টাকার অবৈধ মদ উদ্ধার করলো পুলিশ , আটক ২
শিলিগুড়ি : শিলিগুড়ি পুলিশ মাটিগাড়া এবং নক্সাল বাড়ি থেকে ১৩ লক্ষ টাকার অবৈধ মদ উদ্ধার করল পুলিশ। এই ব্যাপারে আটক করা হয় দুজন অভিযুক্তকে । এদিন জেরায় তারা জানায় তারা বিহারের বাসিন্দা শিলিগুড়ির প্রধান নগর এবং তিন বাতি মোর এলাকায় দুটি বাড়ি ভাড়া করে তারা থাকতো। কারো চোখে যাতে সন্দেহ না হয় সেই কারণে তারা দুটি আলাদা বাড়িতে থাকত । ওই দুই এলাকার বেকার ছেলেমেয়েদের অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকম কাজ এবং মদ পাচারের কাজে জড়িত করতে ওই দুইজন। এদিকে জানা গেছে ওই দুজন আগেও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সাথে জড়িত হয়ে বিভিন্ন জায়গায় আটক হয়েছে। ওই দুজনের নাম সঞ্জয় এবং জীবন। দুজনেই শিলিগুড়িতে এসেছে গত ৬-৭ বছর আগের থেকে। বিভিন্নভাবে লোকেদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় তারা মদ পাচারের কাজে জড়িত করে তুলত।
