ভয়াবহ দুর্ঘটনার জেরে প্রকাশ্যে এল গরু পাচারের নতুন রুট! ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো লালবাগ-সাহাপুর ঘাটে
বেস্ট কলকাতা নিউজ :মোটর চালিত ভ্যান গাড়ি করে গরু পাচার করতে গিয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার লালবাগ-সাহাপুর ঘাটের কাছে। গরু বোঝাই ভ্যানের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক কিশোর। শরীরে একাধিক জায়গায় ক্ষত হওয়ায় তার শরীরে ১৩টি সেলাই পড়েছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক ভ্যানের চালক। ইতিমধ্যে পুলিশ ভ্যান গাড়িটিকে আটক করেছে। প্রসঙ্গত, একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরু পাচার বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের কর্তাদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও মুর্শিদাবাদ থানার এক আধিকারিক দাবি করেছেন, গরুগুলো পাচারের জন্য নয় স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,বিগত বেশ কিছুদিন ধরে বীরভূম এলাকার কিছু গরু পাচারকারী নতুন একটি রুট ব্যবহার করেছে। মুর্শিদাবাদের নবগ্রাম থানার কয়েকটি গ্রামের ভেতর দিয়ে গরু নিয়ে এসে ভাগীরথী নদী পার করে সেগুলি মুর্শিদাবাদ থানা এলাকায় পৌঁছে দেওয়া চলছিল। অভিযোগ, এরপর সেই গরু পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের বিশেষ কয়েকটি পয়েন্টে। এলাকায় বিএসএফের নজরদারি কম থাকার সুযোগ নিয়ে পাচারকারীরা বাংলাদেশ গরু পাচার করে দিচ্ছে।