হরিণের মাংস রান্না করতে গিয়ে বন দপ্তরের কর্মকর্তাদের হাতে আটক ৩ ব্যক্তি
আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারের কুমারগ্রাম রাইডাক চা বাগান এলাকায় হরিণের মাংস রান্না করার সময় তিনজনকে হাতেনাতে ধরল বন দপ্তরের কর্মকর্তারা। জানা গেছে এদিন এই তিনজন একটি মাঠে বসে হরিনের মাংস রান্না করছিলো। অবশেষে খবর পেয়েই সেখানে হাজির হন বন দপ্তরের কর্মকর্তারা। এবং হাতে নাতে ধরে ফেলেন তাদের সকলকে। ওই তিনজনের বিরুদ্ধে আরো অভিযোগ এইভাবেই তারা হরিনের মাংস রান্না করে খেতেন। এমনকি তাদের বিরুদ্ধে হরিনকে মেরে ফেলারও গুরুতর অভিযোগ রয়েছে।
