সফল অপারেশন সিঁদুর , ব্যাপক উচ্ছ্বাসে ভেসে গেলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা
নিজস্ব সংবাদদাতা : ভারত ইতিমস্যাই প্রত্যাঘাত করেছে। উড়িয়ে দিয়েছে পাকিস্তানের নটা জঙ্গি ঘটি। তাই গোটা দেশ ব্যাপক উচ্ছ্বাসে ফেটে পড়েছে। অবশেষে বাদ গেল না শহর শিলিগুড়ি ও। এদিন শিলিগুড়ির ভেনাস মোড়ে চরম উচ্ছাসে ফেটে পড়লেন বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের সদস্যরা। তারা জানান আমাদের দেশ আমাদের গর্বিত করেছে। পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারতের ক্ষমতা কতটা। তাই আজকে আমরা এখানে উৎসব পালন করছি । ভারত সব সময় শান্তি চায় কিন্তু ভারতকে যারা বিরক্ত করবে , তাদের ভারত ছেড়ে দেবে না।
