নবান্নের পর এবার ছুটি বাতিল হল কলকাতা পুরনিগমেও , কর্মীদের প্রস্তুত থাকতে একাধিক নির্দেশ জারি – KMC,র
বেস্ট কলকাতা নিউজ : পাকিস্তানকে ইতিমধ্যেই অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও হত্যালীলার জবাব দিয়েছে ভারত । তার পর থেকে প্রত্যাঘাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ ৷ যদিও তার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী ৷ দু’দেশের মধ্যে যুদ্ধ বাধলে, কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করা হবে, তা আগাম দেখে রাখতে করা হয়েছে মক ড্রিল ৷ এরই মধ্যে জরুরি ভিত্তিতে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ৷ আর সেই পথ ধরেই, কর্মীদের ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিলের নির্দেশিকা জারি করল কলকাতা পুরনিগম ৷ কলকাতা পুরনিগমের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নতুন করে আর কেউ কোনও ছুটি পাবে না । অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরনিগমের সমস্ত কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হল । এই মর্মে সমস্ত দফতরের আধিকারিকদের বার্তা দিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ ।

নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরনিগমের সমস্ত অফিসে কর্মচারীদের ছুটি বাতিল করা হচ্ছে । কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতেই ছুটি মিলবে । সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে রাতের সময় । টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পুরনিগমের মূল ভবন সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়াতে হবে । ২৪ ঘণ্টা নজরদারি এবং পর্যবেক্ষণ চালানোর নির্দেশও দেওয়া হয়েছে ৷
পাশাপাশি বলা হয়েছে, দিনে হোক কিংবা রাতে, কর্মীদের জলের ট্যাঙ্ক সবসময় প্রস্তুত রাখতে হবে । বিপর্যয় মোকাবিলা সামগ্রী (ত্রিপল-সহ অন্যান্য) এবং ত্রাণ (চাল, ডাল ও শুকনো খাবার) সামগ্রী সব সময় প্রস্তুত রাখতে হবে । প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে রাখতে হবে । কলকাতা পুরনিগমের ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম খোলা রাখতে বলা হয়েছে ৷ আধিকারিকদের কন্ট্রোলরুমে উপস্থিত থাকতে হবে । বর্ষিয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সবসময় অন রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনকি রাতেও যেন মোবাইল বন্ধ না-করা হয় ।