মার খেয়েও কাঠগড়ায় উঠলো সেই শিক্ষকরাই! পুলিশ মামলা দায়ের করলো খোদ আন্দোলনকারীদের বিরুদ্ধেই
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশই চলছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। এদিকে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের অভিযান ঘিরে ব্যাপক উত্তাল হল এলাকার পরিস্থিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীরা বিকাশ ভবনের গেট ভেঙে ফেলে ভিতরে ঢুকে যায়। রাতে উত্তেজনা আরও বাড়ে। পুলিশের সঙ্গে এমনকি তুমুল সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। শিক্ষকদের মারধোরের অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। এবার বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্বতঃ প্রণোদিত মামলা দায়ের করা হল সেই শিক্ষকদের বিরুদ্ধেই।

উল্লেখ্য, ২০১৬ সালে এসএলএসটি যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিধাননগর পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া এবং অবৈধভাবে সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগ আনা হয়েছে। একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশের এই পদক্ষেপকে তীব্র ধিক্কার জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, “আমরা কোনও ভাঙচুর করিনি। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলাম। পুলিশ কয়েকটা ছবি নিয়ে এখন আন্দোলনকে বিমুখ করার চেষ্টা করছে। এভাবে আমাদের আটকাতে পারবে না। আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতেই হবে।”