রাস্তার চরম বেহাল দশা ফুলবাড়ীর ভোলা মোড়ে , পথ অবরোধ সমিল হল এলাকার স্থানীয়রা
ফুলবাড়ী : রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা ঠিক করার দাবিতে বিক্ষোভ দেখালেন ফুলবাড়ি ভোলা মোড়ের বাসিন্দারা। এদিন তারা জানান বর্ষা আসার আগেই অবস্থা খারাপ হয়ে যায় এইসব রাস্তার। প্রতিবছর একই ধরনের সমস্যা তৈরি হয়। আমরা তীব্র প্রতিবাদ করছি , কারণ আমাদের এখানে অনেকেই বিভিন্ন কাজে সাইকেল অথবা দুই চাকার গাড়ি নিয়ে বাইরে যায়। তাদের ক্ষেত্রে প্রচন্ডভাবে সমস্যার মধ্যে পড়তে হয় এই ধরনের জল ভরা রাস্তা থাকলে। অথচ এলাকার দেখাশোনা করেন তারা কোনভাবে ব্যাপারটা এড়িয়ে চলে যান।

এদিকে এলাকার বাসিন্দারা আরো জানান আমরা দিনের পর দিন বলে এসেছি , অথচ এখনো পর্যন্ত কোনোভাবে এই রাস্তার উন্নয়ন করা হয়নি। বা বলতে পারা যায় উন্নয়ন তো দূরের কথা, রাস্তা ঠিক করাই হয়নি। সামনেই বর্ষা , এর মধ্যেও যদি রাস্তা ঠিক না করা হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন শুরু করব। এই ধরনের জলভরা ভাঙা রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। আমরা তাই আজকের থেকে আন্দোলন শুরু করলাম। যদি কোনোভাবে সমস্যার সমাধান না হয় তা হলে আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনের পথে নামবো বলেও এদিন জানান এলাকার স্থানীয় বাসিন্দারা।