উদ্ধার হল ১ ব্যক্তির দগ্ধ দেহ, সাতসকালে বাগবাজারে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য
বেস্ট কলকাতা নিউজ : বাগবাজারে নির্মীয়মাণ বহুতলের এক তলা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দগ্ধ দেহ উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে শ্যামপুকুর থানার পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুনের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলে এক ব্যক্তির দেহ আধপোড়া অবস্থায় দেখেন স্থানীয়রা। তখনও ওই ব্যক্তির দেহের আশপাশ থেকে ধোঁয়া বেরচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুকুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম, পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টায় খুনের পর দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি। দিনেদুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল এলাকায়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বলে জানা গেছে। ওই বহুতলের গেটে তালা লাগানো ছিল। অবশেষ গোটা বিষয়টি তদন্ত করে দেখে পুলিশ।
