শিলিগুড়ির এস এফ রোডে পরপর তিনটি গাড়িকে ধাক্কা একটি গাড়ির, উত্তেজনার জেরে অবশেষে বন্ধ হল যান চলাচল
শিলিগুড়ি : শিলিগুড়ি এসএফ রোডে পরপর তিনটি গাড়ি কে ধাক্কা মারায় গাড়ির ড্রাইভারকে নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। এদিন সকালে শিলিগুড়ির এস এফ রোডে একটি গাড়ি পরপর দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা মারে। এর ফলে ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয় ওই তিনটি গাড়ি। এরপরে ওই গাড়িগুলোর ড্রাইভার এবং গাড়ির মালিকেরা এসে পৌঁছয় ঘটনাস্থলে।

এমনকি ক্ষতিগ্রস্থ ৩টি গাড়ির মালিকরা ঘিরে ধরেন ওই গাড়ির ড্রাইভারকেও । রাস্তার উপরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হঠাৎ করে এদিন বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। এদিকে এদিন ওই গাড়ির ড্রাইভার এও বোঝানোর চেষ্টা করেন, তিনি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটায়নি। তবুও তার কথা মানেননি এলাকার সাধারণ মানুষ। অনেকেই জানান ওই ড্রাইভার চরম মত্ত অবস্থায় ছিল , সেই কারণেই তাল সামলাতে না পেরে এই দুর্ঘটনা ঘটায়। ওই তিনটি গাড়ির চালক এবং মালিক ওই ড্রাইভারের কাছে ক্ষতিপূরণ চাইলে ওই ড্রাইভার ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে , এরপরে উত্তেজনা আরো বেড়ে যায়। পরে পুলিশ এসে অবস্থার সামাল দেয়।