জোর তৎপরতা শহরজুড়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় , অবশেষে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ দেবে কলকাতা পুরনিগম
বেস্ট কলকাতা নিউজ : পাথুড়িয়াঘাটা স্ট্রিট, মেছুয়া ফলপট্টি, মিন্টো পার্ক – একের পর এক শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আর আগুনে মৃত্যু বা আটকে পড়ার মতো ঘটনায় শঙ্কিত পুর কর্তৃপক্ষ । এবার নিজেদের ভবনগুলোতে কর্মরত আধিকারিক, কর্মী এমনকি নিরাপত্তাকর্মী সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ । দু’দিন হবে প্রশিক্ষণ । কোনও পুর ভবনে অগ্নিকাণ্ড ঘটলে সেই মুহূর্তে কী করণীয়, নিজের জীবনরক্ষায় কী পদক্ষেপ করতে হবে, তা শেখানো হবে প্রশিক্ষণ শিবিরে ।

এদিকে কলকাতা পুরনিগম সূত্রে খবর, ইতিমধ্যেই পুরনিগমের কমিশনার ধবল জৈনের নির্দেশে সচিব স্বপন কুণ্ডু এক নির্দেশিকা জারি করেছেন । তাতে বলা হয়েছে, সাম্প্রতিক সময় শহরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে জীবনহানি ও সম্পত্তিহানি ঘটেছে । তাই কাজের জায়গায় আগুন লাগলে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ফায়ার ড্রিল করা হবে । দেওয়া হবে প্রশিক্ষণ । কীভাবে জীবনরক্ষা করা হবে তা শেখানোর পাশাপাশি দেওয়া হবে সম্পত্তি রক্ষার পাঠ ৷ সুরক্ষা সচেতনতা, নিরাপত্তা স্বার্থে সমস্ত পুরভবনে কর্মরত আধিকারিক, কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে । প্রশিক্ষণের আওতায় থাকবে সিভিক ভলান্টিয়াররাও ।
সম্প্রতি আগুন লাগার ঘটনায় নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে বিল্ডিং বিভাগ । যেমন বলা হয়েছে, সিঁড়ি বন্ধ করে বা মালপত্র রেখে দখল করা যাবে না । ছাদ দখল করা যাবে না । দরজা খোলা রাখতে হবে । বারান্দা বা কমন এলাকা ফাঁকা রাখতে হবে । যাতে আগুন লাগলে লোকজন আটকে না যায়, সহজেই সিঁড়ি দিয়ে ছাদে পৌঁছাতে পারে । তাহলে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করতে পারবেন।