ফুড সেফটি দপ্তরের অভিযানে নজরে এলো খাবার রাখা আছে টয়লেটের পাশে , ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : ফের সেফটি দপ্তরের অভিযানে বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পড়লো যখন দেখা গেল বাঘাযতীন পার্কের একটি রেস্তোরাঁর পিছনে টয়লেটের কমোডের পাশে রাখা আছে খাবার। আর যা দেখে এদিন চক্ষু চরক গাছ হয়ে ওঠে ফুড সেফটি দপ্তরের কর্তাদেরও। আর দেখামাত্রই সঙ্গে সঙ্গে তারা সেই বিষয়টি সংশ্লিষ্ট মালিক কে জানান, এবং ডেকে পাঠান। এদিকে মালিক এসে সাথে সাথে অস্বীকার করেন গোটা ঘটনাটি। অবশেষে ফুড সেফটি দপ্তরের কর্তারা বিষয়টি পুরো জেনে নিয়ে এদিন দোকান টি বন্ধ করার নির্দেশ দেন। অন্যদিকে এই খবর বাইরে ছড়িয়ে পড়ার সাথে সাথে তুমুল বিক্ষোভ ফেটে পড়েন এলাকার বহু সাধারণ মানুষ।

তারা জানান এই ভাবেই মানুষের চোখের আড়ালে চলছে এই অবৈধ ব্যবসা। প্রশাসন একেক বার এসে দেখে ফিরে যান। কাজের কাজ কিছুই হয় না, আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে যদি এই ঘটনা নিয়ে পুরসভা পদক্ষেপ না নেয় তবে আমরা শিলিগুড়ি সব খাবারের দোকান বন্ধ করে দেব। এই দিন এই ঘটনাকে কেন্দ্র করে এমনকি ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে গোটা বাঘাযতীন পার্ক এলাকায়। তীব্র ক্ষোভে ফেটে পড়েন সব সাধারণ মানুষ। এদিকে ফুড সেফটি দপ্তরের কর্তারা এও জানান তারা আগামী দিনেও শহর শিলিগুড়ি জুড়ে এই ধরনের অভিযান আরও চালাবেন।