মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে হল উদ্বোধন, শিলিগুড়িতে পথ চলা শুরু করলো টেকনো ইন্ডিয়া গ্রুপের ওয়ার্ল্ড স্কুল
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে শিলিগুড়িতে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল। সিটি সেন্টারের কাছে হিমাচল বিহারে বিশাল এলাকা জুড়ে আন্তর্জাতিক পরিকাঠামোয় তৈরি হয়েছে এই স্কুল। শুধু ঝা চকচকেই নয়, এই স্কুল নজর কাড়ছে এখানকার পড়াশোনার মানেও। নিয়মানুবর্তিতার কারণে অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই আন্তর্জাতিক মানের মেয়েদের এই স্কুলটি। যারা তাদের সন্তানদের দেশে থেকেই অস্ট্রেলিয়া-সহ বিদেশী বিশ্ববিদ্যালয়ের পড়াতে চাইছেন, তাঁদের জন্য মূলত বড় সুযোগ এনে দিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। এমনকি মুখ্যমন্ত্রীও এদিন এমন উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেছেন।

আরও জানা গিয়েছে, এই ওয়ার্ল্ড স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। বিশ্বমানের এই স্কুল শিলিগুড়ির শুধু নয়, উত্তরবঙ্গ ও দেশেরও গর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশি পড়ুয়ারা এখানে ভর্তি হচ্ছে। মেয়েদের জন্য এই আবাসিক স্কুলটি অন্য সাধারণ স্কুলের থেকে শিক্ষার মানে যথেষ্ট আলাদা। দেশ-বিদেশে ছাত্রছাত্রীদের নিজের জায়গা তৈরি করতে অগ্রণী ভূমিকা রাখবে এই স্কুল। এদিন শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে দীনবন্ধু মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই স্কুলের উদ্বোধন করেন । সেখানে সকলের সামনে মুখ্যমন্ত্রী বলেন, “শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপের ওয়ার্ল্ড স্কুল উদ্বোধন করলাম। নারীশিক্ষায় বিশেষ অবদানের জন্য অভিনন্দন জানাই কর্ণধার সত্যম রায় চৌধুরীকেও। এখানে ও রয়েছে। অনেকগুলো স্কুল, অনেকগুলো হাসপাতাল, কলেজ করেছে। আজকে যুক্ত হচ্ছে এই ওয়ার্ল্ড স্কুল।