ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার এক মহিলা, অবশেষে উদ্ধার হল ১৮৬ গ্রাম ব্রাউন সুগার
শিলিগুড়ি : ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার হল এক মহিলা, এদিন ১৮৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারও করা হয় ওই মহিলার কাছ থেকে। শিলিগুড়ির মাটিগাড়া থেকে অবশেষে এদিন তাকে গ্রেফতারও করে পুলিশ। জানা গেছে দীর্ঘদিন ধরে ওই মহিলা বিভিন্নভাবে নেশার কারবারের সাথে যুক্ত ছিলেন, এই কাজে তিনি বহু মানুষকে নিযুক্ত করেছিলেন। অবশেষে এদিন তাকে বহু জিজ্ঞাসাবাদ এর পরে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। এদিকে ধৃত ওই মহিলা পুলিশকে এও জানিয়েছে প্রধান নগরে একটি বাড়ি ভাড়া করে বহুদিন ধরে সে এই নেশার কারবার চালাত। এই কাজে সে বহু মানুষকে জড়িয়ে রেখেছিল। টাকার লোভ দেখিয়ে সে বেকার যুবক এবং যুবতীদেরও এই কাজে লাগাত । মাটিগাড়া থানায় এর আগেও তাকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু প্রতিবারই উপযুক্ত প্রমাণের অভাব থাকায় সে ছাড়া পেয়ে যাচ্ছিল। অবশেষে এবার প্রমাণ হাতে নিয়েই তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ।
