ফের ধস নামলো সিকিমে ,আটকে পড়লেন বহু সাধারণ মানুষ
নিজস্ব সংবাদদাতা : ভূমিধসের কারণে পর্যটকদের পারমিট বাতিল করল সিকিম । মঙ্গলবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে লাচেন এবং লাচুং যাওয়ার পথে বিভিন্ন স্থানে ধস নামে । পিধাং থেকে সাংকলাং পর্যন্ত রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করা হয় | আপাতত অবস্থা যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত পর্যটকদের পারমিট দেওয়া যাবে না। কারণ আপাতত সিকিমের রাস্তা বিপদ সংকুল হয়ে আছে। রাতের বেলা তো বটেই এমনকি দিনের বেলাতেও রাস্তা দিয়ে যাওয়া একেবারেই বিপদ মুক্ত নয়। এদিকে সিকিম প্রশাসন জানিয়েছে আপাতত রাস্তা বন্ধ থাকছে, যতদিন না পর্যন্ত রাস্তা স্বাভাবিক হচ্ছে ততদিন যাতায়াতের জন্য কোন রকম পারমিট দেওয়া হবে না।
