একদিকে সিভিক ভলেন্টিয়ারের মধ্যে ঘুষ নেওয়ার রেওয়াজ, তখন অন্যদিকে ব্যাগ ফেরত দিয়ে এক সততার নজীর গড়লেন সিভিক ভলেন্টিয়ার বিকাশ বর্মন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : একদিকে যখন সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়ার রেওয়াজ অন্যদিকে ব্যাগ ফেরত দিয়ে নজীর গড়লেন সিভিক ভলেন্টিয়ার বিকাশ বর্মন। চারিদিকে যখন পুলিশের ঘুষ নিয়ে হইচই হয়ে গেছে তখনই এক পথিকের ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিয়ে নজির গড়লেন সিভিক ভলেন্টিয়ার বিকাশ বর্মন। তিনি অচিন্ত্য ঘোষ নামে ঐ ব্যক্তির ব্যাগ দেখতে পান , পরে তিনি ওই ব্যাগের মালিককে বহু খুজবার চেষ্টা করেছিলেন, কিন্তু কোন যোগাযোগের জায়গা খুঁজে পাচ্ছিলেন না। অবশ্য এই বিষয়ে তাকে সহায়তা করেন এক টোটো চালক। তার সাহায্য ওই ব্যক্তিকে খুঁজে বার করেন বিকাশ বর্মন।

অবশেষে টোটো চালক নিজে চলে যান বিকাশ বর্মনের বাড়িতে, তখনই জানতে পারেন তার ওই যাত্রী ভুল করে বাজারে ব্যাগ রেখে এসেছেন। তারপরে তিনি যোগাযোগ করেন ওই সিভিক ভলেন্টিয়ার এর সাথে, যিনি ব্যাগের প্রকৃত মালিক কে খুতবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। দুজনে মিলে ওই ব্যাগটি ফেরত দিয়ে আসেন ব্যাগের আসল মালিকের কাছে। ব্যাগ ফেরত নিয়ে খুশি ওই ব্যক্তি জানালেন চারিদিকে যখন টাকা নেওয়ার পালা চলছে তখন এই ধরনের ব্যবহার কারো কাছ থেকে আশা করব ভাবতেই পারিনা। ওদেরকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *