ফুলবাড়িতে বিক্ষোভরত ট্রাক চালকদের আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী, ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে
ফুলবাড়ি : ফুলবাড়িতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করা ট্রাক চালকদের আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী। বহুদিন ধরেই তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করছিল। জানিয়েছিল তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। বিভিন্ন রকমের ট্যাক্সের আওতায় ফেলে দেওয়া হচ্ছে তাদের। তারা জানিয়েছে সন্ধ্যাবেলার দিকে তাদেরকে ডেকে এনে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের পরিবারের উপরও বিভিন্নরকম ভাবে চাপ আসছে। এদিকে পরিবার সমেত তাদের আটকে রাখা হবে বলে জানায় সীমান্ত রক্ষী বাহিনী। আবার অন্যায় ভাবে ট্রাক চালকদের কাছ থেকে টাকা চাওয়া ছাড়াও বিভিন্ন দাবি মানতেও বাধ্য করা হচ্ছে তাদের। তা সত্ত্বেও তারা কাজ করে যাচ্ছেন, তিন মাস ধরে চলছে এই ধরনের উত্তেজনা।

ট্রাক চালকেরা আরো দাবি করেছেন, যদি তাদের নিরাপত্তার আশ্বাস না দেওয়া হয় তবে তারা ওই লাইন দিয়ে কাজ করা বন্ধ করে দেবে। বিভিন্ন উপায় অবলম্বন করে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এমনটাই জানায় ট্রাক চালকরা। এদিন বিক্ষোভ যখন চরমে পৌঁছায় তখনই পুলিশ এবং নিরাপত্তারক্ষী আটকে রাখে তাদের। আটকে রাখা হয় তাদের পরিবারকেও।