জনসংযোগ কর্মসূচিতে গিয়ে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের উদ্দেশ্যে হুংকার দিলেন উদয়ন গুহ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: সালিশি সভার নামে নেতাদের টাকা তোলা বন্ধ করতে হবে, প্রয়োজনে দুই পক্ষের লোককে নিয়েই আমার এখানে আসবেন। দলীয় পতাকা লাগিয়ে কারো জমি দখল করা যাবে না বা আমরা কারো জমি দখল করতে সাহায্য করবো না। দিনহাটা ২ নং ব্লকের জনসংযোগ কর্মসূচিতে গিয়ে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের উদ্দেশ্যে এমনই হুংকার দিলেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন নাজিরহাট ২ নম্বর অঞ্চল তৃণমূলের নেতারা সালিশি সভার নামে টাকা তোলা বন্ধ করুন। বেশি সমস্যা হলে দুই পক্ষকেই আমার কাছে নিয়ে আসুন, দিনহাটার কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে টাকা নিয়েছি। এছাড়াও তিনি বলেন তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে আমরা কারো জমি দখল করবো না কিংবা কারো জমি দখলেও সাহায্য করব না। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের জন্য বেশ কিছু ভোট নির্বাচনে বিজেপির দিকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *