কসবা কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে এক বিরাট বিক্ষোভ মিছিল করলো জেলা সিপিএম নেতৃত্ব
শিলিগুড়ি : কসবা কাণ্ডে ধর্ষণের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করলো সিপিএম এবং তার বিভিন্ন সংগঠনগুলি। এদিন শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন থেকে সিপিএমের মশাল মিছিল শুরু হয় এই মিছিলে ছিলেন সিপিএমের প্রবীণ এবং নবীন নেতৃত্ব। কসবা কাণ্ডে দোষীদের শাস্তি দিতে হবে, এবং কালীগঞ্জে ধৃতকে শাস্তি দিতে হবে এই প্রতিবাদে এদিন শিলিগুড়িতে মশাল মিছিল বের করে দার্জিলিং জেলা বামফ্রন্টও। মিছিলটি এদিন অনিল বিশ্বাস ভবন থেকে শুরু হয় , এবং এয়ার ভিউ মোড়ে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলে উপস্থিত প্রবীণ সিপিএম নেতা সমর চৌধুরী,তিনি এদিন জানান রাজ্যে একের পর এক কান্ড ঘটে চলেছে তৃণমূল কংগ্রেসের আমলে, অথচ দোষীরা শাস্তি পায় না। আমাদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। আমাদের এই মিছিল প্রতিবাদের মিছিল, সারা দেশে এই প্রতিবাদের মিছিল শুরু হবে, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।
