১২ লক্ষ টাকা সাইবার প্রতারনা কাণ্ডে এনজেপি থানার সহযোগিতায় তিন জনকে ধরল কলকাতা পুলিশ
নিজস্ব সংবাদদাতা : এনজেপি থানার সহযোগিতায় ১২ লক্ষ টাকা সাইবার প্রতারনা কাণ্ডে এক মহিলা সহ তিনজন প্রতারককে গ্রেফতার করল কলকাতার বিধান নগর থানার পুলিশ। তিনজনকে প্রথমে জলপাইগুড়ি কোর্টে তোলা হয় , পরে ট্রানজিস্ট রিমান্ডে কলকাতার উদ্দেশ্যে নিয়েও আসা হয়। এদিকে ফাইবার প্রতারণা কান্ড নিয়ে এনজিপি থানার সামনে সরব হয়েছিলেন স্থানীয় মানুষও । অবশেষে এদিন বিধান নগর থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে , ধৃত দের জেরা করে আরোও দেখা হয় এদের সাথে অন্য কেউ জড়িয়ে আছে কিনা।

উল্লেখ্য, গত এক মাসে শিলিগুড়িতে তিন তিনটি সাইবার প্রতারণা কান্ড ঘটে গেছে। এর মধ্যে শিলিগুড়ির আশ্রম পাড়ার এক মহিলা আছেন যিনি সরকারি কর্মচারী। তার বিরুদ্ধেও বহু অভিযোগ জমা পড়ে। এবারে ১২ লক্ষ টাকা প্রতারণা কান্ড কে নিয়ে আগের থেকেই সতর্ক ছিল বিধান নগর থানার পুলিশ। এদিন তাদের কলকাতা নিয়ে যাওয়া হয় । সাইবার প্রতারণা কাণ্ডে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির বেশ কিছু জায়গা থেকেও প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। সবকিছু খতিয়েও দেখে পুলিশ।