শিলিগুড়িতে অভিযান ফুড সেফটি দপ্তরের, অবশেষে বাজেয়াপ্ত করা হলো বেশ কয়েকটি খাবারের দোকানকেও
শিলিগুড়ি : বেশ কয়েকদিন বাদ যাওয়ার পরে আবার ফুড সেফটি দপ্তরের তরফ থেকে অভিযান চালানো হলো শিলিগুড়িতে । শিলিগুড়ির হিলকার্ড রোডের বেশ কয়েকটি দোকান এদিন বন্ধ করে দেন ফুড সেফটি দপ্তর এর কর্তারা। এছাড়াও বেশ কয়েকটি দোকান পরীক্ষা করে দেখেন তারা। বেশ কয়েকটি দোকানের নমুনা পরীক্ষা করে সন্তুষ্ট না হওয়ায় তারা দোকানগুলিকে বন্ধ করবার নির্দেশ দেন। এদিন রাস্তার উপরে থাকা বেশ কয়েকটি খাবারের গাড়ি কে পরীক্ষা করেও এই গাড়ি গুলিকে খাবারের ব্যবসা করা নিষেধ করে দেন ফুড সেফটি দপ্তরের কর্তারা। এদিকে হিলকার্ড রোডের সবকটি দোকান এর খাবারের গুণমানও পরীক্ষা করে দেখেন ফুড সেফটি দপ্তরের কর্তারা। এছাড়াও বেশ কয়েকটি বড় দোকান কে গুন মান সঠিক করার নির্দেশ দেন তারা। খাবার ভালো কি খারাপ তা নিজেরাও পরীক্ষা করে নেন।
