পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল যুবতীদের , অবশেষে ধৃত দুজনকে তোলা হলো আদালতে
নিজস্ব সংবাদদাতা : এন জে পি থেকে ৫৬ জন যুবতীকে উদ্ধার করে আপাতত নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে পুলিশ। অবশেষে ধৃত দুজনকে তোলা হল শিলিগুড়ি আদালতে । অবাক করে দেওয়ার মতো বিষয় এদের মধ্যে রয়েছে একজন মহিলা। তাকে জেরা করে এই ঘটনার শেকড়ে যাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গেছে এই ৫৬ জন উদ্ধার হওয়া যুবতী প্রত্যেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, অভাব এবং অনটন যাদের প্রতিদিনকার ঘটনা। সেখান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়াই উদ্দেশ্য ছিল তাদের,যাতে তাদের পরিবার ভালো থাকে। কিন্তু চক্রান্তকারীদের উদ্দেশ্য একেবারেই বুঝতে পারেননি তারা, ফাঁদে পা দিয়ে দিয়ে ফেলেছিলেন।

এদিকে কিভাবে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এবং কি ধরনের চাকরি তাদের জন্য রাখা হচ্ছিল, অথবা এই চাকরি দিয়ে বা চাকরির নাম করে তাদের অন্য কোন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছিল কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। তাদের অনুমান অসহায় এই মহিলাদের টাকার প্রলোভন দেখিয়ে পাচার করে দেওয়াটাই ছিল এইসব পাচারকারীদের মূল উদ্দেশ্য, বিনিময় মোটা টাকা কমিশন পেতো তারা। জানা গেছে এই ঘটনার পরে এদিন গোটা এনজিপি জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।