ফ্রিজের মধ্যে রাখা ছিল পুরনো সস এবং পুরনো খাবার, এমনি চাঞ্চল্যকর এক ছবি সামনে এলো শিলিগুড়ির শপিংমলে
শিলিগুড়ি : আবার শিলিগুড়িতে শুরু হল খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। শিলিগুড়ি সেবক রোডের বেশ কয়েকটি দোকানে এদিন অভিযান চালানো হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে, এবং এই অভিযান চালানোর পরে বেশ কিছু অপ্রীতিকর তথ্য সামনে এসেছে। যেমন নোংরা রান্নাঘর, বাঁশি এবং পচা খাবার। এমনকি ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হয় পুরনো সস এবং পুরনো খাবার ,তা নিয়েও এদিন ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা সেবক রোড জুড়ে। যারা পরীক্ষা করতে এসেছিলেন তারা জানান এত পুরনো খাবার খেলে তো ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়বে মানুষ। আমাদের অভিযান চলবে বলেও এদিন জানান তারা।
