বাড়ির ছাদে আপেল চাষ করে সকলকে তাক লাগালেন শিলিগুড়ির এক স্কুল শিক্ষক
শিলিগুড়ি : বাড়ির ছাদে আপেল চাষে চাষ করে তাক লাগালেন শিলিগুড়ির এক স্কুল শিক্ষক। শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাসিন্দা পুলক জোয়ারদার ইতিমধ্যেই নিজের বাড়ির ছাদে আপেল চাষ করতে শুরু করেছেন। তিনি জানান তিনি গত ১০ বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন নিজের বাড়ির ছাদে আপেল চাষ করবার। তিনি আরো জানান এইসব তার বহুদিন থেকে মনের মধ্যে বেঁচে আছে। শুধুমাত্র জায়গার না পাওয়ার কারণে তিনি বারে বারে পিছিয়ে পড়ছিলেন। তিনি আরো বলেন আপেলকে নিয়ে তার অনেক দিনের পুরোনো স্বপ্ন। অনেক টাকা খরচ করে আপেল গাছের চাষ করেছেন। এইজন্য তিনি বাইরে থেকে মাটি এনেছেন , বাইরে থেকে চারা এনেছেন।

তিনি এও জানান আপেল চাষ করতে গিয়ে তাকে অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তিনি সবকিছু মিটিয়ে পুরো দমে আপেল চাষ করতে শুরু করে দিয়েছেন। পুলক জোয়ারদার এও বলেন আপেল চাষ করতে তার প্রচন্ড ভালো লাগে। তিনি পছন্দ করেন , এ কাজে তাকে পুরোপুরি সাহায্য করেছেন তার পরিবারের লোকেরা। এবার তিনি অন্য জায়গায় গিয়ে চাষ করতে চান। যাতে তার মতন অনেকেই এই আপেল চাষকে জীবিকা হিসাবে নিতে পারবে।