শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে আয়োজন আয়োজন করা হলো দিবারাত ফুটবল প্রতিযোগিতার
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে আয়োজন আয়োজন করা হলো দিবারাত ফুটবল প্রতিযোগিতার । মেয়র গৌতম দেব এদিন সকল খেলোয়াড়দের সাথে পরিচয় করে শুরু করেন এই প্রতিযোগিতার । এদিন মেয়র জানান গত বছর এই প্রতিযোগিতা প্রচন্ডভাবে জনপ্রিয় হয়েছিল। এই ধরনের প্রতিযোগিতা থেকে বড় খেলোয়াড় তৈরি হয়। বাংলা এবং বাঙালির কাছে ফুটবল খেলা স্বাভাবিকভাবে জীবনের একটা অঙ্গ। উত্তরবঙ্গ থেকেও অতীতে বহু কৃতি খেলোয়াড় উঠে এসেছে। ফুটবল এমন একটা খেলা যেখানে সব বিষয় সংগঠিত হতে পারে। শিলিগুড়িতে এই ধরনের প্রতিযোগিতা যথেষ্ট জনপ্রিয়। মানুষ পছন্দ করে, আমি সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলারও।
