রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর হাত ধরে হিন্দুমহাসভায় যোগদান করলেন পদ্মশ্রী দুঃখু মাঝি
নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়ার প্রত্যন্ত বাঘমুন্ডি অঞ্চলে বিগত পাঁচ দশক ধরে পাঁচ হাজারের বেশি গাছ লাগিয়ে ভারতরাষ্ট্রের সম্মানীয় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন গাছ বাবা দুঃখু মাঝি । এহেন বিশিষ্ট সমাজসেবী দুঃখু বাবু আজ অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি পরিবেশ বিজ্ঞানী ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর হাত ধরে হিন্দুমহাসভার সদস্যতা গ্রহণ করলেন ।

সদস্যতা নিয়ে দুঃখু মাঝি চন্দ্রচূড় বাবুকে ধন্যবাদ জানিয়ে বললেন উনি হিন্দুমহাসভার মত একটি ঐতিহ্যশালী সংগঠনের সাথে যুক্ত হতে পেরে আন্তরিক ভাবে আনন্দ ও গৌরব অনুভব করছেন । আগামীদিনে হিন্দুমহাসভার সৈনিক হিসেবে যতদিন বেঁচে থাকবেন আরো বেশি করে গাছ লাগিয়ে পরিবেশে অক্সিজেন বৃদ্ধি করার অঙ্গীকার করলেন তিনি । দুঃখু মাঝিকে সংগঠনে যুক্ত করে সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য পদ্মশ্রী দুঃখু মাঝির অনুপ্রেরণায় আমাদের সকলের আরো বেশি করে গাছ লাগানো উচিত । এতে একদিকে যেমন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মত বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে অন্যদিকে পরিবেশ দূষণের হাত থেকেও জীবধাত্রী বসুধা রক্ষা পাবে ।
সম্প্রতি দুঃখু মাঝির আর্থিক দৈন্যতা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার বিষয়ে চন্দ্রচূড় বাবুর বক্তব্য দুঃখু মাঝি অবশ্যই গরীব মানুষ কিন্তু আমরা শুনলাম উনি ইতিপূর্বেই রাজ্য এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে বেশ কিছু সম্মাননা এবং সাহায্য পেয়েছেন । ২০১৭ সালে আবাস যোজনার টাকায় ঘর পাওয়া থেকে শুরু করে ওনার পরিবারের চারজন সদস্য রাজ্য সরকারের ভাতা পান বলে আমাদের কাছে খবর । রাজ্য সরকারের সমস্ত রকম সুযোগসুবিধা ওনারা পান বলে অঞ্চলের মানুষ আমাদের জানালেন । এদিন দুঃখু মাঝিকে জামা, ধুতি পাঞ্জাবি, মিষ্টান্ন এবং ওনাকে সস্ত্রীক উত্তরীয় পরিয়ে হিন্দুমহাসভায় বরণ করে নিলেন সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল এবং পুরুলিয়ার নেতৃত্ব দেবব্রত কুইরী ।