এবার থেকে শিলিগুড়িতে ভাড়াটিয়াদের তথ্য থাকবে পোর্টালে, পুলিশ কমিশনারেটের অভিনব উদ্যোগের কথা জানালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি এবার থেকে যদি বাড়িতে ভাড়াটিয়া রাখা হয় তাহলে সমস্ত তথ্য দিতে হবে পোর্টালে । শহর শিলিগুড়িতে মূলত দিনের পর দিন অপরাধ ক্রমশ বেড়ে চলেছে এবং তাতে জড়িত থাকছে বহিরাগতরাও । এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে রাখি বন্ধন উৎসবে ঠিক এ বিষয়ে স্পষ্ট করে জানান মেয়র গৌতম দেব।এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিগুড়ির ভেনাস মোড়ে আয়োজন করা হয় রাখি বন্ধন উৎসবের। সেখানে নিজস্ব ওয়েব পোর্টালে সমস্ত ভাড়াটিয়াদের তথ্য থাকবে যেটা নিয়ন্ত্রণ করবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এদিন মেয়র আরো জানান এবার থেকে বাড়িওয়ালাকে দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে। কারোর কোন ঘরে কে থাকছে এটা দেখার দায়িত্ব পুরসভার নয়। পুরসভাকে যদি এই বিষয়ে অবগত করা যায় তবে কোন সমস্যা হলে তার সমাধান হবে। কাজে কোন নতুন ভাড়াটিয়া যদি আসে সে ব্যাপারে অবগত থেকে খবর দিতে হবে এই বাড়িওয়ালাকেই। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএ চেয়ারম্যানও।
