এক ভয়াবহ ভূমিধস নামলো কার্শিয়াং এ, ব্যাপক ক্ষতিগ্রস্ত হল দুটি বাড়ি
নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিপাতের এর ফলে ভয়াবহ ভূমিধস নামলো কার্শিয়াং এ। যার জেরে এদিন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এলাকার ২ টি বাড়ী রাস্তা সহ বেশ কিছু দোকানপাট। হঠাৎ করে ভূমিধস নামায় এদিন কিছুটা আতঙ্ক তৈরি হয় মানুষের মনে। ভূমিধসের কারণে রাস্তাঘাট একেবারেই বন্ধ হয়ে যায়। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন স্থানীয় মানুষও । এমনিতেই কার্শিয়াং এ তিনটে সাড়ে তিনটের পর বর্ষার সময় একেবারেই বন্ধ হয়ে যায় দোকানপাট। এবং বাজার হাট এর উপরে দিনের বেলায় ভুমি ধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় এদিন একেবারে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে এদিন ভূমিধসের কারণে দুটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়। বাড়িতে থাকা বাসিন্দারা এদিন বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। এদিন কার্শিয়াং কালিম্পং যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।
