সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত ধূপগুড়ির বহু শিক্ষক-কর্মী , শিক্ষা ব্যবস্থায় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিলো রাজ্যের শিক্ষা ব্যবস্থায়
নিজস্ব সংবাদদাতা : সুপ্রিম কোর্টের রায়ে ধূপগুড়ির বহু শিক্ষক-কর্মী চাকরিচ্যুত, শিক্ষা ব্যবস্থায় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা। সুপ্রিম কোর্টের রায়ের পরে চোখে সরষে ফুল দেখছে ধুপগুড়ির বিভিন্ন হাইস্কুলের ছাত্র এবং ছাত্রীরা। সবচাইতে বেশি সমস্যা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের। তারা জানিয়েছেন এরপরে বিজ্ঞান বিভাগের বহু শিক্ষক শিক্ষিকা আজকে কর্মচ্যুত। কিভাবে কি হবে, তারা বুঝতে পারছেন না। এরপরে তারা কিভাবে আগের মত করে পড়াশোনা চালিয়ে যাবেন এটাও তারা একেবারেই বুঝতে পারছে না। এদিকে কিভাবে কি হবে বুঝতে পারছেন না তাদের অভিভাবকেরাও। তারাও জানিয়েছেন স্বপ্ন ছিল তাদের মেধাবী সন্তানেরা পড়াশোনা করে মানুষের মত মানুষ হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকে চোখে অন্ধকার দেখছেন তারা । এখন কিভাবে কি হবে ? একেবারেই বুঝতে পারছেন না তারা। এমনকি অন্ধকার দেখছেন চাকরিচ্যুত শিক্ষকেরা তারা জানিয়েছেন এর ফলে তারা একেবারেই গর্তের মধ্যে পড়ে যাবেন।
