কাজ চলছে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের পিছনের রাস্তা সারাইয়ের, দুর্ঘটনার আশংকা এলাকার স্থানীয় মানুষজনের
শিলিগুড়ি : শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের পিছনের রাস্তা বন্ধ করে কাজ চলছে সারাইয়ের। এই রাস্তাটি ছোট হলেও প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়েই হাসপাতাল, মন্দির এবং স্কুল গুলিতে যাতায়াত করেন শিলিগুড়ির সাধারণ মানুষ। তাদের অনেকেই জানান হঠাৎ করে এইভাবে রাস্তা বন্ধ করলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে যাবে। কিন্তু যাদের দায়িত্ব এই রাস্তা সারানোর তারা জানিয়েছেন আমাদের কিছুই করার নেই। যতদিন না কাজ শেষ হচ্ছে এইভাবে রাস্তাবন্ধ থাকবে। এদিকে এইভাবে রাস্তা বন্ধ রাখলে রাত্রেবেলা দুর্ঘটনাও ঘটে যেতে পারে, এমনটাই জানান ওখানকার স্থানীয় মানুষজনও। রাতে ওই রাস্তায় লাইট খুবই কম থাকে। এই সময় পথ চলতে মানুষ সমস্যায় পড়তে পারে। বর্ষাকালে জলও জমে যায়, বৃষ্টি পড়ে, কিন্তু যারা রাস্তা সারাচ্ছেন তারা জানিয়েছেন আমাদের কিছু করার নেই এভাবেই কাজ করে যেতে হবে।
