বাংলাদেশ থেকে ভারতে পাচারের আগেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল কোটি টাকার সোনার বিস্কুট
বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশ থেকে প্রচুর সোনা-সহ ভারতে ঢুকে পুলিশের হাতে গ্রেফতার দুই পাচারকারী । ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজর এড়াতে পারলেও পুলিশের চোখে ধুলো দিতে পারেনি তাঁরা । বৃদ্ধকে হাতিয়ার করতে গিয়েও শেষ রক্ষা হয়নি । পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এক কেজি ১৬৬ গ্রাম ২৪ ক্যারেটের সোনা, যার বাজার মূল্য ১ কোটি ২৩ লক্ষ টাকা । ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “দু’জনে বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে ঢুকছিল । সোমবার দু’জনকে আটক করে তল্লাশি চালিয়ে এক কেজির বেশি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে । মঙ্গলবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। প্রয়োজনে ফের পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে তাদের ।”

এদিকে পুলিশ সূত্রে খবর, সোনা পাচারকারীদের গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে এদিন রানিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে রাজানগর কালীমন্দিরের কাছ থেকে ওই দু’জনকে আটক করা হয়। ধৃতদের নাম শিবনাথ মণ্ডল (৬১ ) । বাড়ি রানিনগর থানার রাজানগর । অপরজনের নাম লালন মণ্ডল (৪৪ ) । তাঁর বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত বামনাবাদ । তল্লাশিতে শিবনাথ মণ্ডলের কাছ থেকে ১০ টি সোনার বিস্কুট (ওজন প্রায় ১১৬৬ .৭ গ্রাম) উদ্ধার হয় । এরই সঙ্গে তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে । পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে এই সোনা বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে আনা হয়েছিল । এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ । মঙ্গলবার ধৃত দুই অভিযুক্তকে লালবাগ আদালতে তোলা হবে এবং তাদের ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের তরফে ।